১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১০:২৬
Search
Close this search box.
Search
Close this search box.
শ্রীনগরে নয়নজুলী ও জলাশয় ভরাটের অভিযোগ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে সড়কের নয়নজুলীর জায়গা ও জলাশয় ভরাট করে দখলের চেষ্টা করা হচ্ছে।

শ্রীনগর সদর ইউনিয়নের ঝুমুর সিনেমা হল রোডের রানী জেনারেল হাসপাতাল সংলগ্ন এসব জায়গা ভরাটের কাজ চলছে।

পোদ্দার পাড়ার নরেন চন্দ্র দাসের পুত্র শ্রীনগর বাজারের স্বর্ণ ব্যবসায়ী সুমন চন্দ্র দাসের বিরুদ্ধে এসব জায়গা ভরাটের অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক ঝুমুর সিনেমা হল রোডের পশ্চিম পাশে সড়কের নয়নজুলী জায়গাসহ একটি জলাশয় বালু দিয়ে ভরাট করা হচ্ছে। ড্রাম ট্রাক দিয়ে বালু এনে ফেলা হচ্ছে। বালু ভরাট কাজে সড়কের ৫/৬টি গাছ কর্তন করা হয়।

এ সময় লক্ষ্য করা যায়, ওই জায়গায় থাকা কালী মন্দিরের ইটের দেয়াল ভরাটকৃত বালুতে ঢাকা পড়ছে।

এলাকাবাসী জানায়, এখানে নয়নজুলী ও সরকারি সম্পত্তি থাকার কারণে জায়গাটি দখলে নিতে সিন্ডিকেটটি তৎপর হয়ে উঠেছে।

অপর একটি সূত্র জানায়, সুমন চন্দ্র দাসের সহায়তায় জায়গাটি দ্রুত ভরাটের জন্য রাতের আঁধারে ট্রাকে করে বালু ফেলা হচ্ছে।

সাংবাদিক পরিচয় দিয়ে সুমন চন্দ্র দাসের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি দম্ভ করে বলেন, আমি এখন কিছু বলবো না। আপনি কে? কিছু জানতে হলে এখানে আবার আসেন। আপনি সাংবাদিক কি’না আইডি কার্ড দেখে যাচাই করে বক্তব্য দেবো।

জায়গাটি আপনি ভরাট করছেন কি’না এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য মো. হুমায়ুনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিরোধপূর্ণ জায়গাটির অনেকেই মালিকানা দাবি করেন। এ নিয়ে বিচার শালিস হয়েছে। কোন সমাধান হয়নি।

শ্রীনগর (সদর) ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আমি একটি মিটিংয়ে আছি বের হয়ে এ বিষয়ে দ্রুত খোঁজ নিচ্ছি।

error: দুঃখিত!