৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৮:০৩
Search
Close this search box.
Search
Close this search box.
শ্রীনগরে দূর্ঘটনার কবলে ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ
খবরটি শেয়ার করুন:

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ।

আজ সোমবার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি বাসের সঙ্গে তাঁকে বহনকারী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় বদিউজ্জামান সোহাগ আহত হননি বলে জানিয়েছেন শ্রীনগর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আতিক।

তিনি জানান, সোহাগ ও তাঁর দুই সঙ্গী আজ দুপুরে প্রাইভেট কারে করে ঢাকা থেকে বাগেরহাট যাচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে গাড়িটি শ্রীনগরের মাশুরগাঁও ফেরিঘাট এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এলে বিপরীতমুখী ডিএম পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব ১১-৪৪৪৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় শুধু সোহাগের দুই সঙ্গী সামান্য আহত হন।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডিএম পরিবহনের ওই বাস আটক করছে। দুজন আহত হলেও তা গুরুতর নয়।

এদিকে সাবেক ছাত্রলীগ সভাপতির দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু, সাবেক সাধারণ সম্পাদক পনির, যুবলীগের সহসভাপতি মুরাদ, ছাত্রলীগ নেতা সাব্বির, জাকির, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরসহ ছাত্রলীগের অন্য নেতারা।

মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা বলেন, ‘আমরা ঘটনা শুনেই ছাত্রলীগের শ্রীনগর থানা ইউনিটের কর্মীদের ঘটনাস্থলে পাঠাই। সাবেক সভাপতি আহত হননি। গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে দুই সফরসঙ্গী ঢাকায় ফিরে গেছেন।’

error: দুঃখিত!