মুন্সিগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়ায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় তথ্য আপার উঠান বৈঠক হয়েছে।
গত বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রণব কুমার ঘোষ।
প্রধান অতিথি তার বক্তব্যে বাল্যবিবাহের কুফল ও সরকারের বিভিন্ন দপ্তরের প্রশিক্ষণ বিষয়ে অবহিতকরণ সমন্ধে সার্বিক আলোচনা করেন।
উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ফাতেমা ইসলাম লিজা’র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় মহিলা সংস্থা’র চেয়ারম্যান আছিয়া আক্তার রুমু, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ ও এলাকার নারী উদ্যোক্তারা।