মুন্সিগঞ্জ, ১৫ জানুয়ারি, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে দেশীয় অস্ত্র ও মুখোশ সহ গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত ১২ টায় তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, উপজেলার বেজগাঁও টু বাড়ৈগাও রোডের পাটাভোগ মাছুমের বাড়ি সংলগ্ন পাঁকা রাস্তা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেফতার করে শ্রীনগর থানার টহল পুলিশ।
এসময় তাদের কাছ থেকে মুখোশ ও ষ্টিলের দুটি চাপাতি এবং একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বেজগাঁও লস্কর বাড়ীর (১) বিজয় শেখ (২০) পিতা-নুর মোহাম্মদ শেখ, (২) সানজিদ শেখ(২২) পিতা- শামীম শেখ, (৩) মোঃ সাব্বির (২১) পিতা-নুর ইসলাম শেখ (৪)মন্টু শেখ (২৩) পিতা- রবিন শেখ।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেদায়েতুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার আসামীদের মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়।
এছাড়া অপহরণ মামলার ১জন ঢাকা জেলার নবাবগঞ্জের নতুন বান্দুরা এলাকার চান মিয়ার ছেলে সাজু মিয়া (২৫) সহ ওয়ারেন্টভুক্ত জিআর মামলায় ২জন এবং সিআর মামলার ৫জন আসামি গ্রেফতার করা হয়েছে।