মুন্সিগঞ্জ, ১৮ জুন, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে বিদায়ী মতবিনিময় সভা করেছেন মুন্সিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার।
গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মুন্সিগঞ্জের জেলা প্রশাসক তার কার্যকালে শ্রীনগর উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেদায়াতুল ইসলাম ভূঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হক, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক হারুণ উর রশিদ, কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী বাবুল হোসেন বাবু প্রমুখ।