১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৮:১১
শ্রীনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ আগস্ট, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।

গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে বাঘড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহ সভাপতি মালুম তালুকদার, আবুল কালাম আজাদ ডালু, সদস্য মিনহাজউদ্দিন মিহাজ, যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার প্রমুখ।

এ সময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

error: দুঃখিত!