মুন্সিগঞ্জ, ২৮ আগস্ট, ২০২১, আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘বেশী বেশী মাছচাষ করি, বেকারত্ব দূর করি’ শ্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের শ্রীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৮ আগস্ট) দুপুরে সিনিয়র শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মৎস্য সম্পদের সম্ভবনা ও সমস্যা এবং মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ মোতাবেক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতার্ সমীর কুমার বসাক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকতা আজিজুল ইসলাম, ক্ষেত্র সহকারী জলি আক্তার, স্থানীয় মৎস্য সম্প্রসারণ কমীর্বৃন্দ ও বিভিন্ন গণমাধ্যম কর্মরত সাংবাদিকরা। করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি আজ (২৮ আগস্ট) থেকে শুরু করে আগামী ৩ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত পালিত হবে।