১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | বিকাল ৪:০০
Search
Close this search box.
Search
Close this search box.
শ্রীনগরে জরার্জীণ কাঠের সেতুতে ঘটছে দুর্ঘটনা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ অক্টোবর, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী বাজার সংলগ্ন খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সেতুটি এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। আহত হচ্ছেন পথচারী।

এলাকার প্রায় ২৫ হাজার মানুষের সেতু পারাপারে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

ইউনিয়নটির পুর্ব অঞ্চলের ১০ গ্রামের মানুষের নিত্য প্রয়োজনীয় কাজকর্ম সারতে যাতায়াতে জীবনের ঝুঁকি নিয়ে বেহাল কাঠের সেতুটি ব্যবহার করতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, কুকুটিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিবন্দী বাজারের পূর্ব পাশে মোল্লা বাড়ির সামনে খালের ওপর প্রায় ৩৫ ফুট দীর্ঘ কাঠের সেতুটি সংস্কারের অভাবে মানুষ পারাপারে অনুপযোগী হয়ে পড়েছে। পুলটির পাটাতনের কাঠ অনেকাংশে উঠে যাওয়ায় চলাচলের স্থান ফাঁকা হয়ে পড়েছে। বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে এলাকার বৃদ্ধ ও শিশুসহ পথচারীরা কাঠের সেতু পারাপার হচ্ছেন।

সেতুর পূর্ব দিকের রাস্তাটি (বিবন্দী-পাঁচলদিয়া-কাজী পাড়া) হাট নওপাড়া-মালিরঅঙ্ক সড়কের সাথে সংযুক্ত হওয়ায় এদিকে অসংখ্য মানুষের যাতায়াত রয়েছে।

এ সময় লক্ষ্য করা যায় একটি ব্যাটারি চালিত অটোরিক্সা কাঠের সেতু পার হওয়ার সময় সেতু ভেঙে খাদে পরে যায়। নারী যাত্রীরা ইজিবাইকটি ঠেলে রাস্তায় উঠান।

স্থানীয়রা জানায়, কুকুটিয়া ইউনিয়নের পুর্ব অঞ্চলের ১০টি গ্রামে প্রায় ২৫ হাজার মানুষের বসবাস। জীবনের ঝুঁকি নিয়ে বিবন্দী মোল্লা বাড়ির সামনে ভাঙ্গা কাঠের সেতু পারাপার হতে হচ্ছে তাদের। এ অবস্থায় দুর্ভোগ লাঘবে কাঠের সেতুটি সংস্কারের দাবী করছেন তারা।

এলাকাবাসী আরো জানান, বিবন্দী-পাঁচলদিয়া-কাজীপাড়া প্রায় দুই কিলোমিটার রাস্তার কাজ রহস্যজনক কারণে প্রায় ৬ বছরেও সম্পন্ন হয়ে উঠেনি।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু সত্যতা স্বীকার করে বলেন, বিবন্দী মোল্লা বাড়ির পাশে খালের ওপর জরার্জীণ কাঠের সেতুটির বিষয়ে ইউপি চেয়ারম্যান সাবের সাথে আলোচনা হয়েছে। তিনি পুলটি সংস্কারের জন্য আশ্বাস দিয়েছেন। স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিদের সাথে কথা বলে পুলের সংস্কার কাজ শুরু করা হবে। বিবন্দী-পাঁচলদিয়া হয়ে কাজীপাড়ার রাস্তাটির বিষয়ে তিনি জানান, রাস্তার কাজ সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টজনদের (এলজিইডি) তাগিদ দেওয়া হচ্ছে।

error: দুঃখিত!