১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১:২৫
Search
Close this search box.
Search
Close this search box.
শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ১
খবরটি শেয়ার করুন:

শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে লাকু সরকার (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে রাজীব নামের আরেক যুবক। তাকে প্রথমে ষোলঘড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীনগর উপজের রাঢীখাল ইউনিয়নের বালাশুর গ্রামে গনধোলাইয়ে এ ঘটনা শনিবার ভোরের। নিহত লাকু উত্তর বালাশুর গ্রামের নতুন বাজার এলাকার মো. জয়নাল সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, বালাশুর গ্রামের লাকু চুরি করতে গেলে বাড়ি মালিক মো: ইউনুসের ছেলে রাজীব (২২) দেখে ফেলে এবং তাকে আটকাতে চেষ্টা করে। এসময় রাজীবকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে লাকু। তার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং লাকুকে ইটভাটার সামনে আটকে ফেলে। পরবর্তীতে গ্রামবাসীর গনধোলাইয়ে লাকু নিহত হয়। আহত হয় তার সহযোগী রাজীব।

শ্রীনগর থানার ওসি মো. সাইদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার বলেন, লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে এবং এ ব্যাপারে তদন্ত চলছে।

error: দুঃখিত!