মুন্সিগঞ্জ, ২২ মে ২০২৪, আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর (আমার বিক্রমপুর)
তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মসিউর রহমান মামুনের কাপপিরিচ প্রতীকের প্রচারণা থেমে নেই।
বুধবার সকালে শ্রীনগর সদর বাজারে কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার-প্রচারণা করেন এই প্রার্থী।
চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মসিউর রহমান মামুন কাপপিরিচ প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
গত ১৩ মে প্রতীক বরাদ্দের পর থেকে বিজয়ের লক্ষ্যে ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোটার, কর্মী-সমর্থকদের আয়োজন নির্বাচনী উঠান বৈঠকে নিয়মিত উপস্থিত থেকে কাপপিরিচ প্রতীকের জন্য ভোট, সমর্থন ও দোয়া কামনা করছেন মামুন।
এরই ধারাবাহিকতায় বুধবার সকালে শ্রীনগর সদর বাজার, পুরাতন হাসপাতাল মাঠ, শ্রীনগর কলেজ রোড, চকবাজার, কাঠপট্টিসহ আশপাশের ব্যবসায়ীদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, তরুণ উদ্যোক্তা জামান শেখ, ব্যবসায়ী সুজন হাওলাদারসহ শ্রীনগর বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ।