১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:০৯
শ্রীনগরে খাল দখল করে পাকা ভবন নির্মাণ
খবরটি শেয়ার করুন:

শ্রীনগরে খাল দখল করে পাকা ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে। উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও জোড়া ব্রিজের মাঝখানে সরকারি খাল দখল একটি ভবন নির্মাণ করছেন উপজেলা বিকল্প যুবধারার নেতা মামুন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভাগ্যকুল-দোহার সড়কের কামারগাঁও পাকা ব্রিজ সংলগ্ন খালের উপর ফাউন্ডেশন স্থাপন করে ভবন নির্মাণ করা হচ্ছে। সাংবাদিকরা ছবি তুলতে গেলে ওই ইউনিয়নের ওয়ার্ড সদস্য রতন সাহা বলেন, ভাই এই ছবি তুইলা লাভ নাই। এটা ব্যক্তি মালিকানা জায়গা। এ বিষয়ে মামুনকে মুঠো ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সূত্রমতে জানাযায়, এর কয়েক বছর আগেও তিনি খালের দক্ষিন পাড়ে মালিকানা দাবি করে ফাউন্ডেশন দিয়ে ভবন নির্মাণের চেষ্টা করলে প্রশাসনিক হস্তক্ষেপে তা বন্ধ হয়ে যায়। যা এখনো দৃশ্যমান। উল্লেখ্য যে, এবার সুযোগ বুঝে মামুন খালের উত্তর পাড়ে ফের ফাউন্ডেশন দিয়ে ভবন নির্মান শুরু করেছেন।

এ বিষয়ে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম বলেন, আমি এখনই সহকারী কমিশনারকে (ভূমি) ব্যবস্থা নিতে বলছি।

error: দুঃখিত!