মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের মাইছপাড়া এলাকা থেকে কষ্টি পাথরের শিব মূর্তি উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে র্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ মূর্তি উদ্ধার করে।
র্যাব জানিয়েছে, উদ্ধার করা মূর্তির ওজন প্রায় ৫ মণ। যার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা।
র্যাব-১১ ভাগ্যকুল ক্যাম্পের কমান্ডার মাসুদ আনোয়ার মূর্তি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাইছপাড়া এলাকার একটি জমিতে বালু চাঁপা ওই কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। মূর্তির ওজন প্রায় ৫ মন। যার অনুমানিক মূল্য কয়েক কোটি টাকা।