মুন্সিগঞ্জ, ২৩ জুন, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া, আলোচনা সভা ও কেককাটার আয়োজন করা হয়।
আজ বুধবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ কর্মসুচি পালিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিম আহমেদ ভুইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, আবুল কালাম আজাদ ডালু, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আজিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাষ্টার, আবু হানিফা নোমান, শফিকুল ইসলাম মামুন, নাজির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিসাত সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, জাহাঙ্গির আলম জিকু, উপজেলা বিকল্পধারার সদস্য সচিব গাজী শহিদুল্লাহ কামাল জিল্লু, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, সিরাজুল ইসলাম, রাব্বি, লিমন প্রমুখ।