মুন্সিগঞ্জ, ৩০ আগস্ট, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ১৯৯১ ব্যাচের বন্ধুদের (কার্জনেক্স-১৯) উদ্যোগে শ্রীনগরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বেলা ১১ টার দিকে শ্রীনগর (সদর) ইউনিয়ন পরিষদ হতে ১২৫টি দুস্থ পরিবারকে চাল, ডাল, লবণ, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হয়।
খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, কার্জনেক্স-১৯ ব্যাচ বন্ধু সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রকীব আহমেদ, সদস্য ও ঢাকা ইমপেরিয়াল কলেজের উপাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন মৃধা, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমানসহ বিভিন্ন ইউপি সদস্য ও কার্জনেক্স-১৯ এর সদস্য বৃন্দ।
এসময় জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ইউপি ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন কার্জনেক্স-১৯।