শ্রীনগরে এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ধারনা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে।
নিহতের এক ঘন্টার মধ্যে জানাজা ছাড়াই লাশ তরিঘড়ি করে দাফন করার অভিযোগও পাওয়া গেছে।
বুধবার সকাল দশটার দিকে শ্রীনগর কলেজের প্রথম বর্ষের ছাত্রী নাজমা আক্তার উপজেলার গাদিঘাট গ্রামের মাঝের হাটিতে নিজ ঘরের আড়ার সাথে ফাঁস দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার নাজমাকে মৃত ঘোষনা করে।
মৃত ঘোষনা করার এক ঘন্টার মধ্যে পুলিশকে না জানিয়ে তরিঘড়ি করে নাজমার লাশ গাদিঘাট কবর স্থানে দাফন করা হয়।
স্থানীয়রা জানায়, গাদিঘাট গ্রামের প্রবাসী আক্কাস মোড়লের মেয়ে নাজমার লাশ হাসপাতাল থেকে তাদের বাড়িতে আনার পরপরই একই গ্রামের পূর্ব পাড়া তার বোনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা ছাড়াই নাজমার লাশ তরিঘড়ি করে গাদিঘাট কবরস্থানে দাফন করা হয়।
আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান শ্রীনগর থানার এসআই রুবেল হোসেন। তিনি যাওয়ার আগেই লাশটি দাফন করা হয়। নাজমা অসুস্থ্যতা জনিত কারনে মৃত্যু বরণ করেছে পরিবারের এমন দাবীর পর এসআই রুবেল ঘটনাস্থল থেকে ফিরে আসেন।
এদিকে নাজমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নথিতে উল্লেখ রয়েছে এমন তথ্য পেয়ে থানা পুলিশ নড়েচরে বসে।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন বলেন, বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।