৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:২১
শ্রীনগরে এসএসসিতে পাশের হার ৯২.১৬%, জিপিএ-৫ ৮৪টি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩১ ডিসেম্বর, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে এসএসসি পরীক্ষায় মোট পাশের হার ৯২.১৬%। উপজেলার ২৩ টি উচ্চ বিদ্যালয়ের মোট ৩ হাজার ৬১৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় পাশ করেছে ৩ হাজার ৩২৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৪ জন শিক্ষার্থী।

অপরদিকে দাখিল পরিক্ষায় উপজেলার মোট ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭৬জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৫৩ জন। দাখিলে জিপিএ-৫ পেয়েছেন ৩ জন। উপজেলায় পাশের হার ৮৬.৯৩%। এছাড়াও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৩০ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পাশ করে ২৯ জন। উপজেলার একমাত্র (কুকুটিয়া কে, কে ইনস্টিটিউশন) ভোকেশনালে জিপিএ ৫ পেয়েছে ১টি। পাশের হার ৯৬.৬৭%।

এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হয়েছে উপজেলার সিবরামপুর উচ্চ বিদ্যালয়, বিদ্যালয়টিতে পাশের হার ৯৮.৪১%, জিপিএ-৫ ১টি। দ্বিতীয় হয়েছে বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়, পাশের হার ৯৭.৬০%, জিপিএ-৫ পায় ১৫টি। তৃতীয় হয়েছে কুকুটিয়া কে, কে ইনস্টিটিউশন, এখানে পাশের হার ৯৬.৯৭%।

error: দুঃখিত!