মুন্সিগঞ্জ, ২৩ মার্চ, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার সাবের আলম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের এমসি আলহাজ মুফতী শাহাদাৎ হোসাইন, ডিএসসি মো. কামরুজ্জামান সরদার প্রমুখ।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় ও ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।