নিজস্ব প্রতিবেদকঃ শ্রীনগরে আটক মাদক সেবীকে থানা হাজত থেকে ছাড়িয়ে নিয়েছে আওয়ামী লীগের এক নেতা। শুক্রবার বিকাল চারটার দিকে ভাগ্যকূল ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নং ওর্য়াডের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আনোয়ার আলী মেম্বার বখাটে ওই মাদক সেবীদের ছাড়িয়ে নেয় বলে শ্রীনগর পুলিশ জানায়।
এর আগে গত বৃহস্পতিবার রাত বারটার দিকে শ্রীনগর থানার এস আই আলমগীর কবির, এস আই সোমনাথ ও বাঘরা ক্যাম্পের ইনচার্জ এ এস আই আনোয়ার হোসেন এর নেতৃত্বে উপজেলার কামার গাও এলাকা থেকে দ্বীন ইসলাম (২২), শাহিন মোড়ল (১৮), মোঃ সবুজ (২২), মামুন (২৩), রিপন হোসেন ( ৪০), ইকবাল (২৫), নাজমুল হোসেন (৩৩), আবুল হোসেন ( ৩৫) কে মাদকাসক্ত অবস্থায় আটক করে।
এস আই আলমগীর কবির জানান, আনোয়ার আলী মেম্বার জিম্বা হয়ে তাদেরকে থানা হাজত থেকে ছাড়িয়ে নেয়। অপর একটি সূত্র জানায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে ওই এলাকায় অনবরত চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ওই চক্রটি গভীর রাতে একত্রিত হয়ে চুড়ির প্রস্ততি নিচ্ছিল।
এ সময় পুলিশ তাদের ধরে ফেলে। পরে পুলিশ তাদেরকে মাদকসেবী হিসাবে উল্লেখ করে।
স্থানীয়রা জানায়, ওই এলাকা থেকে কোন মাদক ব্যাবসায়ীকে ধরে আনলেই আনোয়ার আলী মেম্বার তাদেরকে দ্রুত ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করে।