মুন্সিগঞ্জ, ২৪ আগস্ট, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের ছত্রভোগ আলোকিত ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার বিকালে ছত্রভোগ এলাকার ১২৫ টি ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে বাড়িতে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ১০ কেজি চাল, ১ লিটার ভোজ্যতেল, ১ কেজি লবন, ১ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ২ কেজি আটা।
আলোকিত ছত্রভোগ ক্লাবের সদস্যরা জানায়, সর্ম্পূন প্রবাসীদের সহযোগিতায় করোনাকালীন সময়ে এলাকার ক্ষতিগ্রস্ত কর্মহীন পরিবারগুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের এই ধারা অব্যাহত থাকবে। বাদ আসর প্রবাসীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়।