১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | ভোর ৫:২৩
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, চালক পলাতক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ জুন, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ট্রাকের নীচে চাপা পরে ১ শ্রমিক নিহত ও অপর ৩ শ্রমিক আহত হয়েছে।

গতকাল শনিবার (৫ জুন) বিকাল ৩ টার দিকে উপজেলার ঢাকা-নবাবগঞ্জ সড়কের মরিচা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

শেখরনগর পুলিশ ফাড়ির ইনচার্জ নাসির শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নবাবগঞ্জ গামী একটি ট্রাক বাসাবাড়ির মালামাল নিয়ে নবাবগঞ্জ যাওয়ার পথে মরিচা নামক এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে যায়। এ সময় নান্নু মিয়া নামে ১ জন শ্রমিক ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় এবং অপর ৩ শ্রমিক আহত হয়।

নিহত মো.নান্নু মিয়ার বাড়ী পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। গুরুতর আহত ২ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত এবং আহত ৩ জন ওই ট্রাকেই ড্রাইভারের পাশে বসা ছিল। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি, চালক পলাতক।