১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১১:৪৮
Search
Close this search box.
Search
Close this search box.
শোলারচর প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ মে ২০২৩, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে শোলারচর প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের বকুলতলা হাজী আব্দুল করিম উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক উপ-সম্পাদক আপন দাস। খেলা উদ্বোধন করেন, আধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলী হোসেন সরকার, ইউপি সদস্য মজিবুর সরকার, ইউপি সদস্য ইসলাম হোসেন সম্রাট, ইউপি সদস্য মো. বিল্লাল, যুবলীগ নেতা জনি সরকার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ প্রমুখ।

ফাইনাল খেলায় রয়েল চ্যালেঞ্জার্স বনাম নাইট রাইডার্স ক্রিকেট দল মুখোমুখি হয়। ৪ উইকেটে ১২৭ রান করে চ্যাম্পিয়ন হয় রয়েল চ্যালেঞ্জার্স ক্রিকেট দল। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি।

error: দুঃখিত!