১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ৮:৪০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের জাতীয় শোক দিবস-২০২১ পালন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ আগস্ট, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বাঙালীর অফুরন্ত প্রেরণার উৎস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন।

গতকাল রোববার (১৫ আগস্ট) সকাল ১০ টা’য় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে মুন্সিগঞ্জ জেলা শহরে নির্মিত ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এসময় ম্যুরাল প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়।

পরে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১ টা’য় জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন।

এর আগে জেলা প্রশাসকের সভাকক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সিগঞ্জ শহর জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

error: দুঃখিত!