৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:১৬
শোক দিবস উপলক্ষে পঞ্চসারে ত্রাণ ও গণভোজ বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ আগস্ট, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

জাতীয় শোক দিবস-২০২১ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে দিনব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ, গণভোজ বিতরণ ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

আজ সোমবার (২৩ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পঞ্চসারের নয়াগাও, মুক্তারপুর ফেরিঘাট, চর মুক্তারপুর, দশকানি, ভট্টাচার্য্যের বাগ, বাইন্নাবাড়ি, তেলিরবিল, নতুনগাও, পঞ্চসার চৌরাস্তা (এ আর ক্লিনিক), মালিরপাথর, বিনোদপুর, আদারিয়াতলা, দেওয়ানবাজার, সরদার পাড়া এলাকায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রায় ৫ হাজার মানুষের মাঝে চাল, ডাল, তৈল, লবণ, আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও গণভোজ হিসেবে সাধারণ মানুষের মাঝে খিচুরি ও বিরিয়ানি বিতরণ এবং জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

শোকাবহ আগস্টে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৩ তম দিনের মত তিনি এই কর্মসূচিতে অংশ নেন। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল সদস্যদের প্রতি দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য গোলাম রসূল সিরাজী রোমান, জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান, পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য জাহিদ হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ২ নং ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ঢালী, ১ নং ওয়ার্ড ইউপি সদস্য সরদার রুবেল, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মামুন মিয়া, মহিলা ইউপি সদস্য ঝর্ণা বেগম, জেলা কৃষক লীগের সদস্য সচিব বাদশা মিয়া, জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ, জেলা যুবলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হামিদুল হক আজম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ইসমাইল দেওয়ান, ব্যবসায়ী গোলাম কিবরিয়া প্রমুখ।

error: দুঃখিত!