৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:২১
Search
Close this search box.
Search
Close this search box.
শোকাবহ আগস্ট উপলক্ষে পথশিশুদের নিয়ে জেলা আওয়ামী লীগের মধ্যাহ্ন ভোজ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ আগস্ট, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

শোকাবহ আগস্ট উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সুবিধাবঞ্চিত, অবেহেলিত, দুস্থ ও অসহায় পথ শিশুদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই ভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মহিউদ্দিন উপস্থিত থেকে পথ শিশুদের সাথে নিয়ে মধ্যাহ্ন ভোজ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সোহানা তাহমিনা, শহর আওয়ামী লীগের সহ সভাপতি মো. আলী, এড. হাসান মৃধা, এড. আবু হানিফ হিরা, এড. মোহাম্মদ হোসেন শেখ, ৩নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মোল্লা, শহর যুবলীগের সভাপতি মালেকুন মাকসুদ বিপুল, সাবেক ছাত্রনেতা মশিউর রহমান রাসেল, দেলোয়ার হোসেন প্রমুখ।

error: দুঃখিত!