১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | দুপুর ২:৩৩
শেষ দিনে মেয়র পদে ১ ও কাউন্সিলর পদে ১৪ জনের মনোনয়ন প্রত্যাহার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ জানুয়ারি, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে ১ জন ও কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার আরিফুল হক ‘আমার বিক্রমপুর’ কে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল (১০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জেলা নির্বাচন কমিশনে মেয়র পদে ১ জন ও কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।

সর্বশেষ মেয়র পদে লড়বেন ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন।

মেয়র পদে মনোনয়ন প্রত্যাহার করেছেন সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ফয়সাল বিপ্লবের চাচা আনিসউজ্জামানের ছেলে জালালউদ্দিন রুমি রাজন।

এদিকে, মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের প্রার্থীদের মধ্যে আজ প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপরই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন।

তৃতীয় দফায় মুুন্সিগঞ্জ পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ হবে ব্যালটপেপার পদ্ধতিতে।

error: দুঃখিত!