মুন্সিগঞ্জ, ২১ আগষ্ট, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘শেখ হাসিনা এখনো বেঁচে আছেন বলেই দুুর্দিনের ত্যাগী কর্মীরা এখনো আওয়ামী লীগ ছাড়েননি। তারা এখনো আওয়ামী লীগের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে সদা প্রস্তুত’- এসব কথা বলেছেন মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল।
শুক্রবার (২১ আগস্ট) সকালে মুন্সিগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় স্থানীয় যুবলীগ নেতা আক্তার দেওয়ান এর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও গণভোজে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সাবেক এই ছাত্রনেতা আরও বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় শেখ হাসিনা যদি প্রাণে না বাঁচতেন আওয়ামী লীগ অভিভাবকশূন্য হয়ে পড়তো। আওয়ামী লীগের ত্যাগী কর্মীদের আরও লাঞ্চিত-বঞ্চিত হতে হতো। শেখ হাসিনা বেঁচে আছেন বলেই আওয়ামী লীগের দুর্দিনের কর্মীরা এখনো নতুন দিনের স্বপ্ন দেখেন।’
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক হাজ্বী জয়নাল আবেদিন দেওয়ান, হাজ্বী হাবিবুর রহমান দেওয়ান, হাজ্বী বিল্লাল দেওয়ান, হাজ্বী কামাল দেওয়ান, শাহ আলম হাওলাদার, ইসমাইল দেওয়ান, মোশাররফ হোসেন, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, মোঃ দিদার দেওয়ান, ফয়সাল দেওয়ান, সাদ্দাম দেওয়ান স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও এলাকার সর্বস্তরের জনগন।