মুন্সিগঞ্জ, ১৩ অক্টোবর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শ্রমজীবী মানুষ মাথা উচু করে দাঁড়িয়েছে। ক্রমশই মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটছে।’- এসব কথা বলেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
তিনি গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে মুন্সিগঞ্জ শহরের কালিবাড়ি এলাকায় শ্রমিকলীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাতীয় শ্রমিকলীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল।
এসময় আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, জেলা যুবলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান শরিফ, এস আর রহমান মিলন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস, ইউপি সদস্য জাহিদ হাসান প্রমুখ।