মুন্সিগঞ্জ, ২৭ জানুয়ারি, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল বলেছেন, শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে আগামী ৩০ তারিখ মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফয়সাল বিপ্লবকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
আজ বুধবার (২৭ জানুয়ারি) মুন্সিগঞ্জ পৌরসভার পাঁচঘড়িয়াকান্দী এলাকায় ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকির হোসেনের উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় বক্তারা আগামী ৩০ জানুয়ারি নির্বাচনে কাউন্সিলর পদে ‘পাঞ্জাবি’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান ও গোলাম রসূল সিরাজী রোমান, ব্যবসায়ী গোলাম কিবরিয়া, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী পাখি বেগম প্রমুখ।