১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৪:৫৪
Search
Close this search box.
Search
Close this search box.
শুটিংয়ের ফুটেজ হারালো ‘চোখের দেখা’
খবরটি শেয়ার করুন:

এ বছর প্রথমদিকে শুরু হয়েছিল পি এ কাজলের ‘চোখের দেখা’ ছবির শুটিং। চারটি লটে এ পর্যন্ত ছবিটির ৭৫ ভাগ কাজ শেষ হয়েছে। গত ২৩ জুলাই ঢাকার উত্তরা একটি শুটিং হাউজে আবারো শুরু হয়েছে ছবিটির শুটিং। টানা ১১ দিন শুটিং করে গতকাল শেষ হচ্ছে এই লটের কাজ। গতকাল শেষ হলেও ৭ আগস্ট একদিনের জন্য আবারো শুটিং হবে ছবিটির।

১১ দিনের এই শুটিংয়ের একদিনের ফুটেজ ভুলবশত মুছে ফেলেছেন ক্যামেরা তত্ত্বাবধায়ক। আবারো রিশুট করতে হবে ওই দিনের কাজ। তবে এখনি এই শুটিং করবেন না ছবিটির পরিচালক। ছবিটির পুরো শুটিং শেষ করে এডিটিংয়ের পর হবে এই শুটিং। একদিনের এই শুটিংয়ে যত খরচ হবে সেটা বহন করবেন ক্যামেরা সরবরাহকারী প্রতিষ্ঠান। যে দিনের ফুটেজ মুছে গিয়েছে ওই দিন শুটিং অংশ নিয়েছিলেন ছবির নায়িকা অহনা।

এ প্রসঙ্গে পি এ কাজল  বলেন, ‘গত ২৩ তারিখের ফুটেজ মুছে ফেলেছে ক্যামেরা টেকনিশিয়ান। ওই দিনের শুটিং আবারো করতে হবে। তবে এখনি করবো না। ছবিটির পুরো শুটিং শেষ করে এডিটিংয়ের পরে করবো এই শুটিং। ক্যামেরা প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে তারা ওই দিনের শুটিংয়ের সব খরচ বহন করবে।’

আগামী ২৫ তারিখে ছবিটির পাঁচটি গানের শুটিং শুরু হবে সিলেট, রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজারে।

উল্লেখ্য, সাইমন ও অহনাসহ ছবিটিতে আরো অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, শামস সুমন ও নিলা।

error: দুঃখিত!