মুন্সিগঞ্জ, ৮ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আগামীকাল শুক্রবার (৯ ডিসেম্বর) পূর্বঘোষিত সকাল ৬টা থেকে দুপুর ১২টা ৩০ পর্যন্ত অর্ধবেলা মুন্সিগঞ্জ শহরে বিদ্যুৎ বন্ধের কার্যক্রম স্থগিত করেছে পল্লী বিদ্যু সমিতি।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) পল্লী বিদ্যু সমিতির পক্ষ হতে এক স্মারকে নতুন করে এ তথ্য জানানো হয়েছে।
মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মুন্সিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অক্ষুন্ন রাখার স্বার্থে লাইনের রক্ষণাবেক্ষন ও রাইট অব-ওয়ে কাজ করার জন্য পঞ্চসার উপকেন্দ্র ১১কেভি লাইনের আওতাধীন মুন্সিগঞ্জ পৌরসভার খালইষ্ট, কাচারির মোড়, মাঠপাড়া, সরকারি অফিস সংশ্লিষ্ট এলাকাসমূহ, দেওভোগ, শিল্পকলা একাডেমিসহ তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিলো।
অনিবার্য কারণ বশত বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষন কার্যক্রমটি স্থগিত করা হয়েছে।