৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | বিকাল ৩:১৫
শুক্রবার অর্ধবেলা বিদ্যুৎহীন থাকবে মুন্সিগঞ্জ শহর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আগামী শুক্রবার (৯ডিসেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা ৩০ পর্যন্ত বিদ্যুৎহীন থাকবে মুন্সিগঞ্জ শহর।

মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মুন্সিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী এনামুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে উল্লেখিত সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অক্ষুন্ন রাখার স্বার্থে লাইনের রক্ষণাবেক্ষন ও রাইট অব-ওয়ে কাজ করার জন্য পঞ্চসার উপকেন্দ্র ১১কেভি লাইনের আওতাধীন মুন্সিগঞ্জ খালইষ্ট, কাচারির মোড়, মাঠপাড়া, সরকারি অফিস সংশ্লিষ্ট এলাকাসমূহ, দেওভোগ, শিল্পকলা একাডেমিসহ তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তিনি আরও জানান, কাজের স্বার্থে অথবা জরুরী প্রয়োজনে বর্ণীত সময়সূচীর কিছুটা পরিবর্তন হতে পারে।

এছাড়া কারিগরী প্রয়োজনে যে কোন সময় বিদ্যুৎ চালু হতে পারে। এটা বিবেচনা করে সার্বক্ষণিক বিদ্যুৎ লাইন হতে জনসাধারণকে নিরাপদ দূরত্বে অবস্থান করার অনুরোধ জানান তিনি।

 

error: দুঃখিত!