২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৪:৫৮
শীতলক্ষ্যায় লঞ্চডু্বিতে নিহত স্মৃতি-আরোহীর বাসায় এমপি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ মার্চ, ২০২২, আমিরুল ইসলাম নয়ন, গজারিয়া (আমার বিক্রমপুর)

নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে গজারিয়া উপজেলার ইসমানিরচর গ্রামের নিহত দুই বোনের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

আজ বুধবার (২৩ মার্চ) বিকালে হোসেন্দী ইউনিয়নের ইসমানিচর জেলেপাড়ায় নিহত স্মৃতি রাণী ও আরোহী রাণীর বাসায় যান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আক্তার হোসেন, বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান খান জিতু, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সারওয়ার আহমেদ ফরাজী।

এসময় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস বলেন, আমি সব সময় আপনাদের পাশে আছি এবং থাকব। সংসদ সদস্যকে কাছে পেয়ে চোখের জলে ঘাতকদের বিচার দাবি করেন এবং আবেগ্লাপুত হয়ে যান পরিবারের সদস্যরা।

তারা বলেন, যে জাহাজটি লঞ্চটিকে ধাক্কা মেরে এতগুলো লোকের প্রাণ নিলো সেই ঘাতক ড্রাইভার স্টাফদের বিচার যেন হয়। তারা বলেন, আমরা কিছুই চাইনা ঘাতকদের বিচার যেন হয় তাহলেই আমার দুই মেয়ের আত্মা শান্তি পাবে।

error: দুঃখিত!