১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৯:৩৭
শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ মার্চ, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

গত রোববার (২০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় ডুবে যাওয়া মুন্সিগঞ্জগামী লঞ্চ এম এল আশরাফউদ্দিনের আরও এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা ১১ জন।

আজ মঙ্গলবার (২২ মার্চ) বিকালে মুন্সিগঞ্জের চর মুক্তারপুর এলাকার শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন নদী থেকে মুন্সিগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকার মুসলেহ উদ্দিন হাতেমের লাশ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় নিহতরা হলেন- সোনারগাঁ হরিয়ান প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা উম্মে খাইরুন ফাতিমা (৪০), মুন্সিগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকার জয়নাল ভূঁইয়া (৫০), রমজানবেগ এলাকার আরিফা (৩৫), তার দেড় বছরের ছেলে সাফায়েত হোসেন, গজারিয়া উপজেলার ইস্পাহানিচর সৃতি রাণী বর্মণ, পটুয়াখালীর মির্জাগঞ্জের আজিজের মেয়ে সালমা (৩৩), একই এলাকার ইউনুস খলিফার মেয়ে ফাতেমা (৭), ডেমরার বাসিন্দা আবব্দুল্লাহ আল জাবের (৩০), মুসলেহ উদ্দিন হাতেম (৫৫), আরোহী (৩) ও একজন অজ্ঞাত।

error: দুঃখিত!