মুন্সিগঞ্জ, ৩০ আগস্ট, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে ৮ বছরের এক কন্যা শিশু ধর্ষণের শীকার হয়েছে।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান জানিয়েছেন, গত শনিবার দুপুরে উপজেলার হাঁসাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই শিশুর পরিবার জরুরী সেবা নম্বর ৯৯৯ এ কল করলে শ্রীনগর থানা পুলিশ ফারহান (১৪) নামের এক কিশোরকে গ্রেপ্তার করে।
শিশুটির বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। রোববার দুপুরে অভিযুক্ত ফারহানকে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত কিশোর উপজেলার ভেচকি গ্রামের দেলোয়ারের ছেলে।
শিশুটির পরিবার জানায়, শিশুটির বাবা-মা দুজনে মিলে শ্রীনগরের একটি এনজিও থেকে ঋন আনতে যান। সন্ধ্যায় বাড়িতে এসে স্বজনদের কাছ থেকে জানতে পারেন, তার মেয়ে ও ৪ বছর বয়সের এক চাচাতো ভাইকে নিয়ে তাদের ঘরে বসে টিভি দেখছিল। এমন সময় প্রতিবেশী ফারহান (১৪) ঘরে ঢুকে শিশুটিকে পাশের কক্ষে নিয়ে ধর্ষণ করে। এসময় মেয়ের চিৎকারে তার চাচা এগিয়ে আসলে ফারহান দৌড়ে পালিয়ে যায়। সন্ধ্যায় শিশুটির বাবা ৯৯৯ নম্বরে কল করে তার মেয়েকে নিয়ে হাসপাতালে চলে যান। রাতে পুলিশ ফারহানকে গ্রেপ্তার করে।
ওসি (তদন্ত) জানান, শ্রীনগর থানায় ধর্ষণ মামলা রেকর্ড করে আসামীকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।