১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৩:৪৫
শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল শুরু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ জুলাই, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বৈরি আবহাওয়ার কারনে বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।

বেলা ৩ টা থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল থেকে এই নৌ রুটে ৭ টি ফেরি চলছে। এর আগে দুপুর ১২টার দিকে তীব্র স্রোত ও প্রবল বাতাসে নদী উত্তাল হতে শুরু করলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেরি বন্ধের সময় শিমুলিয়া ও বাংলাবাজার ঘাটে আটকে পড়া সাড়ে ছয়শতাধিক যানবাহনকে পর্যায়ক্রমে এখন পারাপার করা হবে।

error: দুঃখিত!