মুন্সিগঞ্জ, ১২ মে, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার রুটে লঞ্চ চলাচল চালু করা হয়েছে এমন একটি ভুয়া খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিমুলিয়া লঞ্চ ঘাটে যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ে।
বুধবার (১২ মে) বেলা ১২টা থেকে শতশত যাত্রীরা ঘাটে এসে নোঙর করা লঞ্চে উঠে পড়েন। তবে ঘণ্টাখানেক পর দুপুর ১টার দিকে যাত্রীদের লঞ্চ থেকে নামিয়ে দিয়ে পন্টুন থেকে লঞ্চগুলোকে সরিয়ে চরে নিয়ে নোঙর করে রাখা হয়।
এদিকে লঞ্চ চলাচলে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জেলা প্রশাসন।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার বলেন, লঞ্চ চলাচলে এখনো কোনো সিদ্ধান্ত পাইনি। অপেক্ষা করুন, এমন সিদ্ধান্ত হলে জানতে পারবেন।
বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, আমাদের কাছে লঞ্চ ছাড়ার নির্দেশনা না আসা পর্যন্ত কোনো লঞ্চ ছাড়বে না।