৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৬:৪২
Search
Close this search box.
Search
Close this search box.
শিমুলিয়া-বাংলাবাজার রুটে চলছে সব ফেরি, দুর্ভোগ কমলো ঘরমুখো মানুষের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ মে, ২০২১, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার রুটে সকাল থেকেই চলছে সব কয়টি ফেরি। এতে দুর্ভোগ কমেছে ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের।

আজ মঙ্গলবার (১১ মে) সকাল থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ১৫টি ফেরি যাত্রী ও যানবাহন পারাপার করছে।

এতে ঘাটে যাত্রীদের আনাগোনা অব্যাহত থাকলেও যাত্রীদের আর দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে না, কমেছে ভোগান্তি। এদিকে ঘাটের প্রবেশমুখগুলোতে বিভিন্ন পয়েন্টে আজও পুলিশ, বিজিবির চেকপোস্ট রয়েছে। এসব চেকপোস্ট থেকে ব্যক্তিগত গাড়ি ঘাটে ঢুকতে দেয়া হচ্ছে না। ফলে গত কয়েকদিনের মত হেঁটেই যাত্রীদেরকে ঘাটে যেতে দেখা গেছে।

চলাচল স্বাভাবিক হওয়ায় পন্টুনে নোঙর করার সঙ্গে সঙ্গে যাত্রীরা উঠে পড়ছেন ফেরিতে। তবে গত শুক্রবার থেকে টানা তিনদিনের মতো মাত্রাতিরিক্ত ভিড় আর নেই। সহজেই ওঠা যাচ্ছিল ফেরিতে। একই সঙ্গে ঘাটে অপেক্ষমাণ পণ্যবাহী যানবাহনও এসব ফেরিতে পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের টার্মিনাল ইনচার্জ আল ফয়সাল জানান, নৌরুটের বহরে থেকে থাকা ১৭টি ফেরির মধ্যে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে। সকাল থেকে শিমুলিয়া ঘাট থেকে ২৫টি ফেরির ট্রিপ হয়েছে।

এর আগে যাত্রী ভোগান্তি লাঘব ও পণ্যবাহী যানবাহন পারাপারে সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করার ঘোষণা দেয় বিআইডব্লিউটিসি।

error: দুঃখিত!