মুন্সিগঞ্জ, ৮ মে, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
শিমুলিয়া-বাংলাবাজার রুটে গতকাল মধ্যরাতে দিনের বেলা ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হলেও আজ সকাল থেকেই ঘরমুখো মানুষের ঢল নেমেছে শিমুলিয়া ঘাটে। নানা উপায়ে ঘাটে আসছেন শত শত মানুষ।
আজ শনিবার (৮ মে) ভোড় সকাল থেকেই মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পদ্মা পাড়ি দিতে দক্ষিণবঙ্গগামী ঘরমুখো হাজার হাজার মানুষ ভিড় করছে। ঘাটের প্রবেশপথগুলোতে পুলিশ গাড়ি আটকে দেওয়ায় চার থেকে পাঁচ কিলোমিটার পথ পায়ে হেঁটেই শত শত মানুষ শিমুলিয়া ঘাটে আসছেন। দুপুর পর্যন্ত মানুষের ঢল শামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কতৃপক্ষকে।
শিমুলিয়া ঘাটে এখনো ৪ শতাধিক ট্রাক ও পিকআপ ভ্যান এবং ৭টি অ্যাম্বুলেন্স পারাপারের অপেক্ষায় আছে। ব্যক্তিগত ছোট গাড়িও আছে। ১০ হাজারের বেশি যাত্রী ঘাটে পার হওয়ার জন্য জড়ো হয়েছেন।
আরও পড়তে পারেন: শিমুলিয়ায় মানুষের চাপে ফেরি ছাড়তে বাধ্য হলো কতৃপক্ষ
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে বাংলাবাজার থেকে ফেরি কুঞ্জলতা অ্যাম্বুলেন্স বহন করে শিমুলিয়াঘাটে আসে। অ্যাম্বুলেন্স নামার সময় শত শত যাত্রী ফেরিতে উঠে পড়েন। প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পরে কর্তৃপক্ষের নির্দেশে ফেরিটি বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে যায়।
আরও পড়তে পারেন: মধ্যরাতে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা
পরিচয় গোপন রাখার শর্তে বিআইডব্লিউটিসির এক কর্মকর্তা বলেন, পরিস্থিতি এমন তৈরি হয়েছিল যে ফেরি ছাড়ার অনুমতি না দিয়ে উপায় ছিল না।
জানতে চাইলে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ কোনো মন্তব্য করতে রাজি হননি।
তিনি বলেন, ‘নির্দেশনা মেনে মাঝ পদ্মায় কয়েকটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। ঘাট এলাকায় শত শত মানুষ পারের অপেক্ষায় রয়েছে। তাদের পার না করে কীভাবে অ্যাম্বুলেন্স পারাপারের মতো জরুরি সেবা দেওয়া যায় সে বিষয়ে আমরা আলোচনা করছি।