২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১:১২
Search
Close this search box.
Search
Close this search box.
মধ্যরাতে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ মে, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে আজ শনিবার (৮ মে) থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দিনের বেলা ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডাব্লিউটিসি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) রাত সাড়ে ১২ টা’র দিকে এ সিদ্ধান্ত জানায়।

বিআইডাব্লিউটিসি সূত্রে জানা যায়, আজ (শনিবার) সকাল থেকে নির্দেশনা বাস্তবায়নে ঘাট এলাকায় কাজ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া দক্ষিণবঙ্গের ঘরমুখী মানুষদের পদ্মা পার হওয়ার উদ্দেশ্যে ঘাটে না আসার অনুরোধ জানিয়েছেন তারা।

তবে পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য শুধুমাত্র রাতে ফেরি চলাচল করবে এবং লাশবাহী ও খুবই গুরুত্বপূর্ণ পরিবহন বিশেষ ব্যবস্থায় পারাপার করা হবে‌ বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

বিষয়টি নিশ্চিত করে বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) সাফায়েত আহমেদ জানান, শনিবার সকাল থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। লঞ্চ-স্পিডবোট বন্ধ থাকায় গতকাল (শুক্রবার) ফেরিতে যাত্রীদের প্রচণ্ড চাপে গাড়ি পারাপারে সমস্যা হয়। এছাড়া করোনাভাইরাসের উচ্চ ঝুকি থাকায় ফেরি বন্ধের সিদ্ধান্ত নেয় বিআইডাব্লিউটিসি।

error: দুঃখিত!