৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৬:৪০
Search
Close this search box.
Search
Close this search box.
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরী চলাচল শুরু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ সেপ্টেম্বর, ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)

নানা সংকটের মধ্যেই শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পুনরায় ফেরী চলাচল শুরু করা হয়েছে। তবে অনিশ্চয়তা এখনো কাটেনি।

গতকাল (১১ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৪টায় ফেরী চালাচল শুরু করে বিআইডাব্লিউটিসি কতৃপক্ষ।

পদ্মার লৌহজং টানিং পয়েন্টে বিআইডাব্লিউটিএর ড্রেজিংয়ের মাধ্যমে নাব্য সমস্যা নিরসন হওয়ায় পরই পুনরায় ফেরী চলাচল শুরু করা হয়েছে বলে দাবি করেছে বিআইডাব্লিউটিএ।

তবে বতর্মানে নৌরুটের বহরে থাকা ১৭টি ফেরীর মধ্যে সীমিত পরিসরে ৬টি ফেরী দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হবে বলে বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাট কতৃপক্ষ সূত্রে জানা গেছে।

তবে রাতের বেলা ফেরী চলাচলের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি এখনো।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বানিজ্য) মোহাম্মদ ফয়সাল জানান, ড্রেজিং করে চ্যানেলে নাব্যতা ফেরানো হয়েছে। পরীক্ষামূলকভাবে আমরা ফেরি চালু করেছি। ২ নম্বর ঘাট থেকে রো রো ফেরি জাহাঙ্গীর ও ফেরি কাকলি এবং ৩ নম্বর ঘাট থেকে ফেরি ক্যামেলিয়া ছেড়ে গেছে। এই তিনটি ফেরি নির্বিঘ্নে কাঁঠালবাড়ী ঘাটে পৌঁছাতে পারলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। এ মূহুর্তে শিমুলিয়া ঘাটে তেমন একটা যানবাহনের চাপ নেই।

এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফেরী চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে এ নৌরুটের যাত্রী ও পরিবহনের শ্রমিকদের মাঝে।

error: দুঃখিত!