১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১০:৪৮
Search
Close this search box.
Search
Close this search box.
শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে প্রতিদিন ১২ ঘণ্টা ফেরি বন্ধ রাখার ঘোষণা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ আগস্ট, ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)

নদীতে তীব্রস্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে প্রতিদিন ১২ ঘন্টা করে ফেরি চলাচল বন্ধ থাকবে।

সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ছয়টা পর্যন্ত প্রতিদিন এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।

শনিবার ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাওয়ার সময় এই নির্দেশনা দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

এ নির্দেশনার পর থেকে চাপ পড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে।   

নাব্য সঙ্কট ও প্রবল স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস ব্যাহত হচ্ছে। এ নৌরুটে ১৭টি ফেরির মধ্যে ৮টি চলছে। ৮৭ লঞ্চ ও সাড়ে ৪শ’ স্পিডবোট চলাচল করছে। রাত ৩টায় শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি যাওয়ার পথে ২৫টি যানবাহনসহ রো রো ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর আটকে যায় লৌহজং টার্নিংয়ে পয়েন্টে। ১১ ঘণ্টা পরে সেটি উদ্ধার করে শিমুলিয়া ঘাটে ফিরিয়ে আনা হয়।

ফেরিঘাটের দু’পাড়ে সহস্রাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে। সীমিত ফেরি চলাচলের কারণে ঘাটে ভিড় বাড়ছে, চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

এ সময় পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ করেন যাত্রীরা। ঘাটে অপেক্ষারত যানবাহনের চালক ও যাত্রীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। 

তবে যাত্রীদের অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ কর্মকর্তা টিআই হেলাল উদ্দিন।

error: দুঃখিত!