১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৯:৪৭
শিগগির ফোর জির নিলাম
খবরটি শেয়ার করুন:

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বিদায়ী চেয়ারম্যান সুনীল কান্তি বোস জানিয়েছেন, চতুর্থ প্রজন্মের (ফোর-জি) মোবাইল সেবার জন্য গাইডলাইন তৈরি হয়েছে। শিগগিরই তা চলে আসবে। শিগগিরই ফোর জির নিলাম হবে।

বুধবার বিটিআরসি ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবীব খান, সচিব সরওয়ার আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সুনীল কান্তি বোস বলেন, উন্নত সেবার জন্য বাড়তি তরঙ্গ প্রয়োজন। ২০১৬ সালে তরঙ্গ (স্পেকট্রাম) বরাদ্দের ঘোষণা দেওয়া হবে। ফোর-জি এবং এলটিই (লং টার্ম এভিলিউশন) দ্রুত আসবে। ৭০০ মেগাহার্জ ও ১ হাজার ৮০০ মেগাহার্জ তরঙ্গের ব্যবহারে নীতিমালা করা হচ্ছে। এতে একটা তরঙ্গ দিয়ে থ্রি-জি ও ফোর-জি চলতে পারবে। ফলে ব্যয় অনেক কমে আসবে।

ইন্টারনেট নিরাপত্তায় প্রশিক্ষিত ও দক্ষ লোকবল নিয়ে সাইবার সিকিউরিটি সংস্থা গঠন করা প্রয়োজন বলেও উল্লেখ করেন সুনীল কান্তি বোস।

error: দুঃখিত!