মুন্সিগঞ্জ, ১৭ আগস্ট, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বিদ্যালয়ে ক্লাস নেয়ার সময় একটি অনাকাঙ্খিত ঘটনার পর মুন্সিগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের বিরুদ্ধে যে ধর্ম অবমাননার মামলা দায়ের করা হয়েছিলো সেটি থেকে তাকে অব্যাহতি দিয়েছে আদালত।
গতকাল মঙ্গলবার মুন্সিগঞ্জ আমলী আদালত-১ এর বিচারক জশিতা ইসলাম তাকে অব্যাহতির আদেশ দেন।
শিক্ষক হৃদয় মন্ডলের আইনজীবি শাহিন মো. আমানুল্লাহ জানান, পুলিশ তার বিরুদ্ধে যে প্রতিবেদন দিয়েছিলো আদালতে সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে।
তিনি আরও জানান, শুনানিতে মামলার বাদীও ছিলেন। তিনিও বলেছেন, শিক্ষককে ধর্ম অবমাননার মামলা থেকে অব্যাহতি দিতে তার কোন আপত্তি নেই।
ধর্ম অবমাননার মামলা থেকে অব্যাহতি পেয়ে শিক্ষক হৃদয় মন্ডল বলেন, আমি অপরাধী নই, অপরাধ করিনি। আদালতে আজ প্রমাণ হয়েছে। বাকি জীবন সম্মান নিয়ে বাঁচতে চাই আমি।
উল্লেখ্য, চলতি বছরের ২০ মার্চ মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির বিজ্ঞান ক্লাস নিচ্ছিলেন শিক্ষক হৃদয় মন্ডল। সেসময় ছাত্রদের নানারকম অসংলগ্ন প্রশ্নের উত্তরে ধর্ম ও বিজ্ঞান নিয়ে আলোচনা করেন হৃদয় মন্ডল। সেটি কয়েকজন শিক্ষার্থী গোপনে রেকর্ড করে ধর্ম অবমাননার দাবি তোলেন শিক্ষকের বিরুদ্ধে। তারা প্রথমে প্রধান শিক্ষককে জানান এবং পরবর্তীতে নিজেরাই আন্দোলন শুরু করেন। আন্দোলনের মাঝেই পুলিশ হৃদয় মন্ডলকে থানায় নিয়ে যায়। ২২ মার্চ তার বিরুদ্ধে মামলা করেন স্কুলটির অফিস সহকারি। পরে তিনি ১৯দিন জেল খাটার পর জামিনে বের হয়ে আসেন। দেশী-বিদেশী বিভিন্ন সংগঠন তার জামিনের দাবিতে সরব হয়ে উঠে।
জামিনের পর ঘটনাটি নিয়ে তদন্ত কমিটি গঠন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেই কমিটিও তার বিরুদ্ধে ধর্ম অবমাননার প্রমাণ পায়নি বলে প্রতিবেদনে জানায়।