শিক্ষক কর্মচারিদের নতুন বেতন পে-স্কেলে অন্তর্ভুক্ত করার দাবিতে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এক ঘন্টাব্যাপি মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে জেলা শিক্ষক সমিতি এ কর্মসুচি পালন করে।
জেলা শিক্ষক সমিতির সভাপতি শেখ ফজলুল করিমের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন দেওয়ান, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক মো. রিয়াজুল হক, গজারিয়া উপজেলার সভাপতি সৈয়দ আহমেদ, সাধারণ সম্পাদক আবুল খায়ের, লৌহজংয়ের সভাপতি মজিবুর রহমান,
বেসরকারী শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলের দাবিতে মানববন্ধন(২)
শ্রীনগরের সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সিরাজদিখানের সহ-সম্পাদক রবিউল আউয়াল, শিক্ষক বিশ্বজিৎ ঘোষ, এনামুল হক, আশাদুজ্জামান, আনোয়ার হোসেন, আসলাম মাঝি প্রমুখ।