১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:০৭
শাহ সিমেন্ট ফ্যাক্টরিতে ক্রেনের চাপায় শ্রমিক নিহত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ নভেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের চর মুক্তারপুর এলাকায় শাহ সিমেন্ট কোম্পানীর ভিতরে সিমেন্ট তৈরির কাঁচামাল নামাতে গিয়ে ক্রেনের চাপায় এক শ্রমিক নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত্যুর খবর গোপন রাখা হয়েছিল।

নিহত মোহাম্মদ আজিম শিকদার (৩২) নড়াইল জেলার কালিয়া থানার রজব আলী শিকদারের ছেলে।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুস সুবাহান জানান, সকাল ৮টার দিকে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই সময়ের মধ্যে তাঁরা কিছু বলেনি। বেলা সাড়ে ১১টায় এক সাংবাদিকের মাধ্যমে খবর পেয়ে শাহ্ সিমেন্ট কোম্পানীতে যাই। সেখানে গিয়ে জানতে পারি আজিম শিকদার নামের একজন জাহাজ শ্রমিক মারা গেছেন। লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আছে। পরে আমরা সেখানে পুলিশ পাঠাই। তিনি বলেন, কারখানা থেকে আমাদের কিছুই জানানো হয়নি।

এদিকে, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে সন্ধ্যায় গিয়ে দেখা যায়, লাশ ময়নাতদন্ত শেষে মর্গের বাহিরে রাখা হয়েছে। লাশের পাশে নিহতের ছোট বোন দাঁড়িয়ে আছে। জানতে চাইলে তিনি নাম-পরিচয় না দিয়ে বলেন, ‘আমাদের কোন অভিযোগ নেই। অভিযোগ দিয়ে কি হবে!’

এ বিষয়ে শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংশ্লিষ্ট কারও সাথে কথা বলা সম্ভব হয়নি।

error: দুঃখিত!