১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১১:১৬
Search
Close this search box.
Search
Close this search box.
শাহিনকে আ. লীগের দলীয় মনোনয়ন না দেয়ার অনুরোধ করে ঢাকায় মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ জানুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আসন্ন মিরকাদিম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ‍মিরকাদিম পৌরসভার বর্তমান মেয়র শহিদুল ইসলাম শাহিনের বিরুদ্ধে ঢাকায় মানববন্ধন করেছে দলীয় মনোনয়ন প্রত্যাশী স্থানীয় আরেকটি পক্ষ।

গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের নামে এই মানববন্ধন হয়।

আওয়ামী লীগে ‘অনুপ্রবেশকারী’ ও নানা দুর্নীতি অনিয়মের অভিযোগ করা হয় মানববন্ধনে।

এসব অভিযোগের মধ্যেই ২০১৫ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ শহিদুল ইসলাম শাহিনকেই মনোনয়ন দেয়। গোয়েন্দা সূত্রে সর্বশেষ খবর হচ্ছে, এবারও মনোনয়ন দৌড়ে শাহিনই এগিয়ে রয়েছেন।

মানববন্ধনে মিরকাদিম পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল মাদবর নেতৃত্ব দেন। তিনি মেয়র শাহিনকে আওয়ামী লীগের মনোনয়ন না দিতে দলের কাছে অনুরোধ জানান।

আজ বিকেলে মিরকাদিম পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর নাম জানাবে আওয়ামী লীগ। আগামী ১৪ ফেব্রুয়ারি ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এখানে।

error: দুঃখিত!