মুন্সিগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শাহজালাল ও তার সহযোগীদের ধরতে গিয়ে পুলিশের সাথে গোলাগুলি ও মারধরের ঘটনা ঘটেছে। পুলিশ শাহজালাল কে অাটক করতে না পেরে কার্যত ব্যার্থ হয়ে ফিরে এসেছে।
অবশ্য, সদরের দক্ষিণ কোটগাঁও এলাকার শীর্ষ সন্ত্রাসীর বাড়িতে এই অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুজনকে আটকও করা হয়।
পুলিশের দাবি, এ সময় পুলিশকে মারধর করে পালিয়ে যায় শাহজালাল মিজি।
মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত পুলিশ ও ডিবি পুলিশ অভিযানকালে পুরো এলাকা ঘিরে রাখে।
অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, শাহজালালসহ ১৫ থেকে ২০জনের একটি দল নাশকতার জন্য একত্রিত হয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে বলে খবর আসে। শাহজালাল মিজির মোবাইল ট্র্যাকিং করে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালায়। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশের সাথে গোলাগুলি হয় এবং মিজিকে আটক করতে চাইলে সে পুলিশকে মারধর করে পালিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, রাতের ঘটনায় অস্ত্র আইনে ও পুলিশের ওপর হামলার কারণে পৃথক দুটি মামলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এসময় রাসেল খান মিলন (৩২) ও শামীমকে (৩০) একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক করা হয়।