মুন্সিগঞ্জ, ২৯ এপ্রিল ২০২৩, আমার বিক্রমপুর ডেস্ক (আমার বিক্রমপুর)
শর্ত ভেঙে পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তুলেছেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। সেই ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোষ্টও করেছেন এই নায়িকা।
কালে সানগ্লাস আর কালো থ্রি পিসে লাজুক হাসি নিয়ে সেতুর উপর দাঁড়িয়ে তোলা বুবলীর চারটি ছবির নিচে কমেন্টস পড়েছে ৫ হাজারের বেশি। যার মধ্যে নায়িকার প্রতি ক্ষুব্ধ মন্তব্যই বেশি। কেন শর্ত ভেঙে ছবি তুললেন তিনি এ নিয়ে আপত্তি অনেকের। আবার অনেকে নায়িকার ছবিগুলোর প্রশংসাও করেছেন।
জানা যায়, গতকাল (২৮ এপ্রিল) বুবলী অভিনীত লিডার আমিই বাংলাদেশ সিনেমার প্রচারে কুষ্টিয়া যাওয়ার পথে পদ্মাসেতুতে গাড়ি থেকে নেমে ছবি তোলেন বুবলী।
প্রসঙ্গত, পদ্মাসেতু উদ্বোধনের একদিন আগে সেতু কতৃপক্ষ এক প্রজ্ঞাপনে যানবাহন থেকে নেমে সেতুর ওপরে দাঁড়িয়ে ছবি তোলা ও হাঁটা সম্পূর্ণ নিষেধ ঘোষণা করে। সর্বশেষ মোটরসাইকেল চলাচল উন্মুক্ত করে দেয়ার সময়ও সেতুর ওপরে দাঁড়িয়ে ছবি তোলায় নিষেধাজ্ঞার কথা জানানো হয়। এরপরও শর্ত ভাঙার দায়ে গেল কয়েকদিনে অন্তত ৮০ জনকে ১ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।
শর্ত ভাঙার বিষয়ে নায়িকা শবনম বুবলীর বক্তব্য জানা সম্ভব হয়নি।