মুন্সিগঞ্জ, ৩১ জুলাই, ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি মুর্যাল “হিমালয়” উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) এর শুভ উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ওসমান গণি তালুকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, সহকারী কমিশনার (ভূমি) মুঃ রাসেদুজ্জামান, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন তপন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম প্রমুখ।
মুর্যালটি বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ভাস্কর, অলি মাহমুদ।