২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ২:৩৮
লৌহজংয়ে এসএসসি পরীক্ষার্থীর জবাই করা লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রে নীরব (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে জবাই করে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে পুনর্বাসন কেন্দ্রের পার্শ্ববর্তী ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে নীরবের দুই বন্ধু রাব্বি ও আলালকে আটক করা হয়। নীরব কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের নাঈম খানের ছেলে। সে মেদেনিমন্ডল আনোয়ার আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। নীরব বৃহস্পতিবার সন্ধ্যায় রাব্বি ও আলালের সঙ্গে রেরিয়ে যায়। এরপর আর সে বাড়ি ফেরিনি।

এসব তথ্য দিয়ে লৌহজং থানার ওসি মনির হোসেন জানান, ‘শুক্রবার কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের উত্তর পাশের একটি ডোবা থেকে নীরবের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই পরীক্ষার্থী নিখোঁজের ঘটনায় বৃহস্পতিবার রাতেই লৌহজং থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। এরপর জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে পুলিশ। তবে তাকে কি কারণে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষে বলা যাবে। ধারণা করা হচ্ছে প্রেমঘটিত ব্যাপার হতে পারে।’

error: দুঃখিত!